গ্রাহকরা পাচ্ছেন না গ্যাসের ভর্তুকি! কেন?

গত ৩ মাস ধরে গ্রাহকরা পাচ্ছেন না গ্যাসের ভর্তুকি! মে ২০২০র থেকে ব্যাঙ্কে আসছে না গ্যাসের ভর্তুকি৷ কারণ, গ্যাসের ভর্তুকি নিয়ে বড় সিদ্ধান্তে নিয়েছে কেন্দ্র সরকার৷ যার ফলে বন্ধ রয়েছে ভর্তুকি৷

উল্লেখ্য, গত ১ বছর ধরেই রান্নার গ্যাস সিলেন্ডারের ভর্তুকি কমানো হয়েছে৷ এই কারণে সিলিন্ডার প্রতি ভর্তুকিও কম দিতে হয়েছে সরকারকে৷ যা ধীরে ধীরে প্রায় ১০০ টাকা কমে হয়ে গিয়েছিল৷
১৪.২ কেজির রান্নার এলপিজি সিলিন্ডারের নয়াদিল্লিতে দাম গত জুলাইয়ে ছিল ৬৩৭ টাকা৷ যা এই বছর কমে দাঁড়িয়ে ৫৯৪ টাকা৷

প্রসঙ্গত, কেন্দ্র সরকার ১ বছরে ভর্তুকিতে ১২টি সিলিন্ডার দিত প্রতি পরিবার পিছু৷ কিন্তু এরপরেও যদি সিলিন্ডারে প্রয়োজন পড়লে তা বাজারের মূল্য দিয়েই গ্রাহকদের কিনতে হত। কিন্তু সেই দাম বাজার মূল্য অনুযায়ী অনেকটা কম হওয়াতে সরকারকে আর প্রয়োজনীয় ভর্তুকি দিতে হচ্ছে না৷

Previous articleআনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র, সঙ্গে ভাই প্রশান্ত
Next articleনেত্রীর ডাকে সাড়া, মনে হচ্ছে ঘরে ফিরলাম: তৃণমূলে যোগ দিয়ে বললেন বিপ্লব