ফের রেফার চক্রে পড়ে মৃত্যুর অভিযোগ রোগিনীর। ভাইরাস আক্রান্ত নন। রিপোর্ট এসেছিল নেগেটিভ। তবু শ্বাসকষ্টের জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে কলকাতার মোট আটটি হাসপাতালে ৯ ঘণ্টা ঘুরেও মিলল না অক্সিজেন। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন বাঘাযতীনের বাসিন্দা পিয়ালি সরকার। পরিবারের অভিযোগ, পিয়ালির কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেও প্রবল শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকলেও তা মেলেনি। সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও ফোনে আরও বেশ কয়েকটি নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি বেড। রাত আটটা থেকে ঘুরে ভোর পাঁচটায় যখন বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩৫ বছরের পিয়ালিকে, তখনও তিনি শ্বাসকষ্টে ছটফট করছেন। অভিযোগ, হাসপাতালে অক্সিজেন দেওয়া শুরু হলেও মিনিট কুড়ি পরেই কর্তৃপক্ষ জানায়, রোগী ভর্তি হবে না। বাঘাযতীন হাসপাতাল থেকে গেট পর্যন্ত হেঁটে অ্যাম্বুলেন্সে উঠতে গিয়েই মৃত্যু হয় পিয়ালি সরকারের। তাঁর ৬ বছরের একটি ছেলে রয়েছে।

বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন ওই মহিলা। ভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। পরিবার জানান, বাঘাযতীন হাসপাতালেরই এক চিকিৎসক তাঁকে কোথাও ভর্তি করে অক্সিজেন দেওয়ার কথা বলেন। শুক্রবার রাত আটটায় তাঁকে নিয়ে তাঁর স্বামী-সহ পরিবারের সদস্যরা গাড়ি করে হাসপাতালে রওনা দেন। কিন্তু রেফার চক্রে পড়ে প্রাণ হারান তিনি।