হেস্টিংসে ইট দিয়ে থেঁতলে খুন সিভিক ভলান্টিয়ার

শহরের বুকে নৃশংস ভাবে খুন হলেন এক সিভিক ভলান্টিয়ার। শনিবার গভীর রাতে ময়দান এলাকায় এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।
জানা গিয়েছে, মাঝরাতে ময়দান এলাকায় মদের আসরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে । বিবাদ মেটাতে সেখানে উপস্থিত হন এক সিভিক ভলান্টিয়ার। কিন্তু তার একার পক্ষে ওই ঝামেলা থামানো সম্ভব ছিল না। দুই দলের গুনধররা তাকে একা পেয়ে ঘটনাস্থলেই ইট দিয়ে থেঁতলে খুন করে। নিহত ইরশাদ হোসেন ওরফে সানি ময়দান থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে । যদিও গতকাল ডিউটিতে ছিলেন না বছর ছত্রিশের ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ ময়দান এলাকা দিয়ে যাওয়ার সময়, মত্ত যুবকদের বিবাদ থামাতে যান। হেস্টিংস ব্রিজের নীচ থেকে গুরুতর জখম অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Previous articleআমেদাবাদের কোভিড মোকাবিলা হোক মডেল, বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Next articleকোভিড মোকাবিলার জেরে চলতি মাস থেকেই দেশজুড়ে শুরু হবে সেরো সমীক্ষা