দেশের স্মার্টফোন হাবে আবেদন ২২ সংস্থার, লগ্নি হতে পারে ১১ লক্ষ কোটি

ভারতকে স্মার্টফোন তৈরির ‘হাব’ গড়ে তোলার ডাক দিয়েছিল কেন্দ্র। এই ডাকে সাড়া দিয়েছে একাধিক বিদেশি সংস্থা। স্যামসাং, অ্যাপলের মতো ভারতীয় এবং বিদেশি মিলিয়ে মোট ২২টি সংস্থা আবেদন করেছে বলে জানিয়েছেন টেলি ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। যদিও এই প্রকল্পে কোনও চিনা মোবাইল সংস্থা আবেদন করেনি।

তবে ভারতের মোবাইলের বাজার মূলত দখল করে রেখেছে চিনা সংস্থাগুলি। এই আবহে নতুন প্রকল্প উৎসাহ দেখিয়েছে লাভা, মাইক্রোম্যাক্সের মতো দেশীয় সংস্থার পাশাপাশি ফক্সকন, উইসট্রন ও পেগাট্রনের মতো সংস্থা। রবিশঙ্কর প্রসাদের দাবি, আবেদন কার্যকর হলে পাঁচ বছরে লগ্নি আসবে ১১ লক্ষ কোটি টাকা। তিনি জানিয়েছেন, যন্ত্রাংশ শিল্পেও ৪৫,০০০ কোটির লগ্নি-প্রস্তাব এসেছে।

Previous articleভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু, ১৬ লক্ষ টাকা বিল মিটিয়ে নিঃস্ব পরিবার!
Next articleভারতীয় সেনা নিয়ে আর ইচ্ছেমত সিনেমা নয়, প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র বাধ্যতামূলক