Wednesday, July 2, 2025

ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু, ১৬ লক্ষ টাকা বিল মিটিয়ে নিঃস্ব পরিবার!

Date:

Share post:

ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক। দমদমের বাসিন্দা। প্রায় এক মাস ভর্তি ছিলেন দমদমেরই একটি নার্সিংহোমে । সুস্থ হয়ে বাড়ি ফেরা হলনা চিকিৎসকের। কিন্তু নার্সিংহোমের ১৬ লক্ষ টাকা বিল মেটাতে গিয়ে নিঃস্ব হল পরিবার । দমদমের একটি নার্সিংহোমে বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ।

দীর্ঘদিন ধরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন চিকিৎসক সীতাংশু শেখর পাঁজা। বর্তমানে দমদমের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর পরিবার সূত্রে খবর, গত ২৬ জুন তাঁর শরীরে ভাইরাসের নানা উপসর্গ দেখা যায়। ভরতি হন দমদমের ওই নার্সিংহোমে। পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। ওই নার্সিংহোমেই শুরু হয় তাঁর চিকিৎসা । বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মাঝেমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই তাঁকে বারবার ভেন্টিলেশনে রাখা হয়। বাড়তে থাকে বিলের বোঝাও। মোট ২৩ লক্ষ টাকা বিল হয়।

পরিবারের লোকজন ওই বিল মেটাতে পারছিলেন না। বাধ্য হয়ে স্বাস্থ্যদফতরকে গোটা বিষয়টি জানান তাঁরা। স্বাস্থ্যদফতর তাঁদের আবেদনে সাড়া দেয়। পাশাপাশি চিকিৎসককে ওই নার্সিংহোম থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়াও দফতরের হস্তক্ষেপে ওই নার্সিংহোমের বিল কমে হয় ১৬ লক্ষ টাকা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার মৃত্যু হয় ওই চিকিৎসকের।

spot_img

Related articles

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর...

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য...

‘কর্পূর’: ছবির স্টার কাস্টের মতোই অভিনব লোগো প্রকাশ

বাংলা ছবির নাম, বিষয় আর স্টার কাস্ট ঘোষণা হতেই তাই নিয়ে প্রবল আলোড়ন টলিউড জুড়ে- এই ঘটনা বোধহয়...

বুধে বিধানসভায় শপথ কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক অলিফা আহমেদের 

কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অলিফা আহমেদ বুধবার রাজ্য বিধানসভায় শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন...