Wednesday, January 28, 2026

চূড়ান্ত সিলমোহর: ১৯ সেপ্টেম্বর শুরু IPL, ১০ নভেম্বর ফাইনাল

Date:

Share post:

সব জল্পনার অবসান। করোনা আবহে অনিশ্চয়তা দূর করে চূড়ান্ত হলো “ক্রোড়পতি” ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ IPL ক্রীড়াসূচি। আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষ সিদ্ধান্ত হল সংযুক্ত আরব আমিরশাহিতেই ৫৩ দিন ধরে চলবে এই হাইপ্রোফাইল ক্রিকেট টুর্নামেন্ট। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় ছাড়পত্রও পেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। ফাইনাল হবে ১০ নভেম্বর। এই প্রথমবার আইপিএলের ফাইনাল হবে সপ্তাহের মাঝে। এবারের আইপিএল-এ কোভিড পরিবর্ত নেওয়া যাবে। যত খুশি সম্ভব কোভিড পরিবর্ত নেওয়া যাবে বলে জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।

পাশাপাশি, ভার্চুয়াল বৈঠকে ঠিক হয়েছে, চিনা মোবাইল সংস্থা ভিভো-কেই টাইটেল স্পনসর হিসাবে রেখে দেওয়া হবে আইপিএলে। লাদাখে ভারত-চিন সংঘর্ষ পরবর্তী অধ্যায়ে জল্পনা শুরু হয়েছিল চিনা সংস্থাকে টাইটেল স্পনসর রাখা নিয়ে। যদিও এখনই স্পনসর বাতিল করার রাস্তায় হাঁটতে চাইছে না বোর্ড।

পরিস্থিতি বিচার করে এবার আইপিএলে বেশকিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। প্রত্যেক দলকে ২৪ জন করে ক্রিকেটার নিয়ে যেতে বলা হবে। করোনার বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরির ব্যাপারে দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে বোর্ডের। মোট ১০দিন দুটি করে ম্যাচ থাকবে।

জানা যাচ্ছে, সন্ধ্যার ম্যাচগুলি ৮টার পরিবর্তে আধ ঘণ্টা আগে, অর্থাৎ সাড়ে সাতটায় শুরু হবে। টুর্নামেন্টের শুরুর দিকে সামাজিক দূরত্ব বজায় রাখতো দর্শকশূন্য মাঠেই খেলা হবে। প্রত্যেক দলকেই চার্টার্ড ফ্লাইটে করে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের নিয়ে যেতে হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। রওনা হওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারের দু’বার করে করোনা টেস্ট হবে।

spot_img

Related articles

T20 WC: সময় নষ্টের কৌশল পাকিস্তানের, খেলতে তৈরি বিকল্প দেশও

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হতে ১০ দিন বাকি, দোলাচল বজায় রেখেছে পাকিস্তান। কৌশলগত অবস্থান বজায় রেখেছে...

অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় কেন সুপ্রিম নজরদারিতে তদন্ত: স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুতে একদিকে যখন রাজনীতিতে বড়সড় ঝটকা গোটা দেশে, তখনই সেই দুর্ঘটনায় গুরুতর...

“জমি কেড়ে নয়, কৃষিও চলবে-শিল্পও চলবে”: ১০৭৭টি প্রকল্পের উদ্বোধন-৬১৬টির শিলান্যাস করে বার্তা মুখ্যমন্ত্রীর

১০দিন আগে সভা করে শিল্প নিয়ে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার, সেই সিঙ্গুরের রতনপুরের ইন্দ্রখালির...

কথা রাখলেন মমতা: দেবকে পাশে নিয়ে ১৫০০ কোটির ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা

কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা...