Saturday, November 15, 2025

ভারতীয় সেনা নিয়ে আর ইচ্ছেমত সিনেমা নয়, প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র বাধ্যতামূলক

Date:

এবার থেকে ভারতীয় সেনাদের নিয়ে ছবি তৈরি করতে হলে আগাম প্রতিরক্ষা মন্ত্রকের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বাধ্যতামূলক৷ সিবিএফসি বা Central Board of Film Certification-কে চিঠি পাঠিয়ে একথা জানিয়ে দিলো কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক৷ শুধুই সিনেমা নয়, এই একই বিধি কার্যকর হচ্ছে ওয়েব সিরিজের ক্ষেত্রেও।

পর্দায় যাতে ভারতীয় সেনার মানহানি ঘটিয়ে কোনও তথ্য তুলে না ধরা হয়, সেই কারণেই প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে।

গত বেশ কয়েক বছর ধরেই দেশপ্রেম, ভারতীয় সেনাদের বীরত্ব ইত্যাদি নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে৷ ভারতীয় জওয়ানদের নিয়ে তৈরি এসব ছবি বাণিজ্যিকভাবে সফলও হয়েছে। প্রায় সব ছবিতেই উঠে এসেছে সীমান্ত এলাকার অশান্ত পরিস্থিতি, কাশ্মীরের অস্থির চিত্র অথবা কারগিল যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইক৷ সম্প্রতি গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছেন অজয় দেবগন।
ভারতীয় সেনার কাহিনী, সীমান্ত পরিস্থিতি, শত্রুপক্ষ দেশকে মোক্ষম জবাব এইসব নিয়ে তৈরি এ ধরনের ছবি বারবার মেগাহিট হয়েছে৷ তাই ফৌজিদের নিয়ে ছবি বানানোর একটা ঝোঁক সবসময়ই আছে৷

কিন্তু এবার থেকে আর চাইলেই আর পরিচালক- প্রযোজকরা ভারতীয় সেনাদের নিয়ে কোনও ছবি করতে পারবেন না, ইচ্ছামতো চিত্রনাট্যেও ফৌজিদের আনতে পারবেন না।

নির্দেশিকায় বলা হয়েছে, ভবিষ্যতে ভারতীয় সেনাকে নিয়ে কোন সিনেমা, তথ্যচিত্র বা ওয়েব সিরিজ তৈরি করতে চাইলে আগাম সব কিছু জানাতে হবে, চিত্রনাট্য জমা দিতে হবে৷

সব খতিয়ে দেখে অনুমতি দেওয়া হলেও বাণিজ্যিকভাবে ছবি মুক্তির আগে প্রতিরক্ষা মন্ত্রককে জমা দিতে হবে।
সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রক যদি ছবি দেখে মনে করেন, ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তির ক্ষেত্রে আপত্তিজনক কিছু নেই। তাহলেই প্রতিরক্ষা মন্ত্রক থেকে পাওয়া যাবে নো অবজেকশন সার্টিফিকেট।

Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...
Exit mobile version