দেশের মাটিতে পা রেখেছে রাফাল যুদ্ধ বিমান ৷ বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি দেশের প্রতিরক্ষায় শক্তি বাড়াবে কয়েক গুণ ৷ আর বায়ুসেনার গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনের রাফাল ইউনিটের লোগো তৈরি করেছেন অসমের চিরাঙ্গ জেলার সৌরভ চোরদিয়া ৷ লোগো তৈরি করতে সৌরভ ব্যবহার করেছেন IAF-এর প্রতীক হিমালয়ান ঈগল, গোল্ডেন অ্যারো ও জাতীয় পতাকা ৷ তার এই কর্মকাণ্ডে রীতিমতো উচ্ছ্বসিত অসমবাসী।
