১৫ আগস্ট পর্যন্ত বাগডোগরা-তেও নামবে না ৬ শহরের বিমান

আগস্ট মাসে ১৫ তারিখ পর্যন্ত ভারতের ছ’টি বড় শহর থেকে বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা স্থগিত থাকবে।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে৷ নির্দেশিকায় বলা হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, আমেদাবাদ ও নাগপুর শহর থেকে যাত্রীবাহী বিমান বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবে না। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এই নির্দেশিকা পেয়েও গিয়েছে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পাশাপাশি রাজ্য সরকারের সাপ্তাহিক দু’দিন সম্পূর্ণ লকডাউনে আগস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখে বিমান পরিষেবা বন্ধ রাখা হবে।

Previous article“মশালের আলোয় উজ্জ্বল হোক ময়দান”, শতবর্ষে ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদির
Next articleরাফালের লোগো তৈরি করে তাক লাগিয়ে দিলেন অসমের সৌরভ চোরদিয়া