মহামারির জের: বড় বিমানকে সংরক্ষণাগারে পরিণত করার ভাবনা বিমান সংস্থার

সারা বিশ্ব জুড়ে চলছে ভাইরাসের ত্রাস। এই অবস্থায় বিশ্বের একাধিক দেশ বন্ধ রেখেছে বিমান পরিষেবা। তাই বড় বিমানকে এবার কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করা হতে পারে। ইতিমধ্যেই এই ভাবনাচিন্তা শুরু করেছে একাধিক বিমান সংস্থা।

মহামারি পরিস্থিতিতে যেহেতু বিমানের ব্যবহার হচ্ছে না, তাই ব্যবহারের বিকল্প পথ বেছে নিচ্ছে বিমান সংস্থা। অনেক জাহাজই মেয়াদ শেষের পরে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়ে থাকে। কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে ভাসমান মিউজিয়াম হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। তাই বড় বিমানকে এবার সংরক্ষণাগার হিসাবে ব্যবহারের পরিকল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭০ সাল থেকে প্যান এম কর্পের মতো বেশ কিছু ক্যারিয়ারের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। কিন্তু মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ায় ব্যবহার কার্যত বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, আইএজি এসএ ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে এই সময়ে ৭৪৭-৪০০ ক্যারিয়ারের রক্ষণাবেক্ষণ এবং মেরামতি করা যাবে। আবার অনেক ক্যারিয়ার ব্যবহার না করার ফলে ক্ষতির আশঙ্কা থাকছে।

Previous articleকরোনা আক্রান্ত হয়ে মারা গেলেন উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণ
Next articleসুশান্তের মৃত্যুর ঘটনায় পরিচালক রুমি জাফরিকে জেরা বিহার পুলিশের, উঠে এল চাঞ্চল্যকর তথ্য