Friday, December 5, 2025

২০০৪-এর সুনামিতে ভেসে যেতাম! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কুম্বলের মুখে

Date:

Share post:

সুনামিতে ভেসে যাওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে। রবীন্দ্র চন্দ্র অশ্বিনের সঙ্গে একটি চ্যাট শোতে বসেছিলেন কুম্বলে। ক্রিকেট নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথাও তাঁরা বলছিলেন। এরপর অনিল ২০০৪ সালের সুনামির ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন।

কুম্বলে বলেন, ”১০ মাসের ছেলে ও আমার স্ত্রীকে নিয়ে চেন্নাইতে ছুটি কাটাতে গিয়েছিলাম। সমুদ্রের ধারের একটি হোটেলে উঠেছিলাম আমরা। সুনামির দিন আমাদের বেঙ্গালুরু ফেরার কথা। ১১:৩০ ফ্লাইট ছিল।ফেরার দিন খুব ভোরে আমি ও আমার স্ত্রী সমু্দ্রের দিকে দেখার পর মনে হলো সব কিছু শান্ত। তবে আকাশ মেঘলা ছিল। তখনও এত বড় বিপর্যয়েয়র কোনও আভাস পাইনি। এরপর ৯.৩০ টা নাগাদ চেক-আউট করে গাড়িতে উঠে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। হোটেল থেকে কিছুটা এগিয়ে একটা ব্রিজ ছিল। ওখানে এসে দেখলাম সমুদ্রের জলের স্তর ব্রিজের উপরে উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছিল কিছু লোক ও মহিলা দৌড়চ্ছে। হাতে ব্যাগ, বাসনপত্র নিয়ে সবাই হন্যে হয়ে দৌড়াচ্ছে। আমার ড্রাইভারের ফোনে বারবার কল আসছিল। ড্রাইভার বলছিল, ওর বাড়ির সামনে নাকি সমুদ্রের জল ঢুকছে। আমরা বিশ্বাস করিনি। কারণ বৃষ্টি হয়নি সমুদ্রের জল বাড়বে কি করে। সুনামির কথা তখনও শুনিনি। ড্রাইভারকে আমরা বললাম সতর্ক হয়ে গাড়ি চালানোর কথা। এর পর আমরা ফ্লাইট ধরে বেঙ্গালুরু ফিরলাম। বাড়িতে এসে টিভি খুলে দেখি সুনামির ভয়াবহতা। চেন্নাইয়ের উপকূল অঞ্চলে সেদিন থাকলে আমরাও হয়তো জলের তোরে ভেসে যেতাম।”

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...