সুশান্তের মৃতদেহ নামানোর পর থেকেই আসছে হুমকি ফোন, দাবি অ্যাম্বুল্যান্স চালকের

সুশান্ত  সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অনেককেই জেরা করেছে পুলিশ। উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য। এ বার মুখ খুললেন অ্যাম্বুল্যান্সের চালক । যিনি ১৪ জুন, সুশান্তের মরদেহ বহন করেছিলেন । অক্ষয় ভান্ডগর নামের ওই চালক সম্প্রতি জানিয়েছেন, ওই দিনের পর থেকেই তাঁর ফোনে বারবার হুমকি ফোন আসছে।

কে বা কারা তাঁকে হুমকি দিচ্ছেন, তা জানা নেই কিন্তু একটি আর্ন্তর্জাতিক নম্বর থেকে ক্রমাগত ফোন করা হচ্ছে তাঁকে। ওই নম্বর থেকেই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করলেন অ্যাম্বুল্যান্সের চালক । একটি সাক্ষাৎকারে সম্প্রতি মুখ খোলেন অক্ষয় ভান্ডগর। যেখানে তিনি দাবি করেন, সুশান্তের মৃতদেহ বহনের জন্য মুম্বই পুলিশের তরফে ফোন করা হয় তাঁকে। পুলিশের ফোন পেয়ে এসএসআরের মৃতেদহ বহন করেন নিজের অ্যাম্বুল্যান্স
করে। ওই ঘটনার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া শুরু হয়। কেউ বা কারা তাঁকে ফোন করে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। আর্ন্তর্জাতিক নম্বর থেকে কে বা কারা তাঁকে ফোন করে হুমকি দিতে শুরু করেন, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। কিন্তু ওই ফোন পাওয়ার পর থেকেই তিনি ভয়ে রয়েছেন বলে দাবি করেন অ্যাম্বুল্যান্সের চালক অক্ষয় ভান্ডগর।

Previous articleপজিটিভ এবার সেলিমও, ভর্তি হলেন হাসপাতালে
Next articleবয়স ৬০ হলেই ক্রিকেটে ব্রাত্য! বিসিসিআই-এর নয়া ফরমানে হতবাক অরুণ লাল