৫১ বছর ধরে সংগ্রহ করেছেন জল ও মাটি! অযোধ্যা পৌঁছলেন দুই ভাই

জল সংগ্রহ করতে ছুটে গিয়েছেন এই নদী থেকে ওই নদী। শুধুমাত্র জল ও মাটি সংগ্রহ করতে পৌঁছে গিয়েছেন শ্রীলংকাতেও। ৭০ ঊর্ধ্ব দুই ভাইয়ের সংগ্রহ করা সেই জল ও মাটি রাম মন্দিরের ভূমি পুজোর কাজে লাগানো হবে। ইতিমধ্যেই তাঁরা জল ও মাটি নিয়ে পৌঁছেছেন অযোধ্যায়।

দুই ভাইয়ের নাম রাধেশ্যাম পাণ্ডে এবং শব্দ বৈজ্ঞানিক মহাকবি ত্রিফলা। ১৯৬৮ সাল থেকে এই সংগ্রহ শুরু করেন তাঁরা। জল সংগ্রহ করার পাশাপাশি শ্রীলঙ্কার ১৬টি অঞ্চল থেকে মাটিও সংগ্রহ করেছেন তাঁরা। ১৫১ নদীর জল আছে ওই দুই ভাইয়ের কাছে।

রাধেশ্যাম পাণ্ডে সংবাদসংস্থকে জানিয়েছেন, “১৯৬৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত কখনও হেঁটে, কখনও সাইকেলে, মোটর সাইকেলে, ট্রেনে, প্লেনে করে বিভিন্ন জায়গায় ঘুরে জল ও মাটি সংগ্রহ করেছি। আমাদের স্বপ্ন ছিল যেদিনই অযোধ্যা রাম মন্দির তৈরি হবে সেদিন ওই জল মাটি পৌছে দেব। সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।”

আজ সোমবার থেকে শুরু হচ্ছে ভূমি পূজার উৎসব। বুধবার ৫ অগাস্ট ভূমি পুজো হবে। ভূমি পুজোর প্রস্তুতি তুঙ্গে অযোধ্যায়। সংশ্লিষ্ট অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভাগবত সহ একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা।