৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির আগে অশান্তির আশঙ্কায় কার্ফু জারি হল কাশ্মীরে

বর্ষপূর্তিতে বিশেষ সতর্কতা। গত বছর ৫ অগাস্ট নতুন ইতিহাস তৈরি হয়েছিল ভারতে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের উদ্দেশ্যে সংবিধানের ৩৭০ ধারা রদ করেছিল কেন্দ্র। তৈরি হয়েছিল দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ। এই ৩৭০ ধারা রদ নিয়ে পক্ষে বিপক্ষে উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। এক বছর পর ফের সেই দিনটি আসতেই নিরাপত্তায় মুড়ে ফেলা হল কাশ্মীর উপত্যকা। জারি করা হল কার্ফু। আজ মঙ্গলবার ৪ অগাস্ট ও বুধবার ৫ অগাস্ট কার্ফু জারি থাকবে কাশ্মীরে। শ্রীনগরের জেলাশাসক বলেছেন, আমাদের কাছে খবর আছে যে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের মদতপুষ্ট কিছু গোষ্ঠী ৫ আগস্টকে কালো দিন হিসেবে দেখে। তাই এই দু’দিন উপত্যকায় তারা অশান্তি ও দাঙ্গা বাধানোর চেষ্টা করতে পারে। বড় নাশকতার সম্ভাবনাও আছে। তাই সবদিক খতিয়ে দেখেই কার্ফু জারি করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।