আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি গেরুয়া সতর্কতা

উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কার খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির সম্ভাবনা। তাই হলুদ সতর্কতার পর এবার জারি গেরুয়া সর্তকতা। জারি করল আলিপুর আওয়া দফতর। আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। সতর্কতামূলক কারণে আলিপুর হাওয়া অফিস “স্পেশাল ওয়েদার বুলেটিন’ প্রকাশ করলো।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কলকাতা প্রায় সব জেলাতই আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে কলকাতা এবং সুন্দরবনের বহু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। দিঘায় জলোচ্ছ্বাস হচ্ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

এদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত এখনও পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে। আলিপুরে ১৭.২ মিলিমিটার ও দমদমে ৪৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Previous articleনিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে রামের ছবি প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল
Next articleভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি, চাঞ্চল্য এলাকায়