Thursday, August 28, 2025

এভাবে কেউ বেঁচে যেতে পারে তা বিশ্বাস করতে পারছেন না কেউই। কিন্তু বাস্তব বলছে তিনি বেঁচে আছেন।
পরিণতি জানতে অপেক্ষা করেছিলেন কয়েক লক্ষ মানুষ। বেঙ্গালুরুর যাঁরা ভিডিওটি দেখেছিলেন তারা বলছেন গোটা বিষয়টাই অলৌকিক। কিন্তু যদি অলৌকিকই হয় তবে মাথায় ৫২ টা সেলাই পড়েছ কেন মহিলার? শ্বাস নিচ্ছেন, কথা বলছেন, এমনকি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সুনীতা।
ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। গোটা দেশকে চমকে দেয় একটি সিসিটিভি ফুটেজ । সেখানে দেখা যায়, সুনীতা নামের এক মহিলা ক্রসিং ধরে যখন রাস্তা পার হচ্ছেন, ঝড়ের বেগে তাঁর দিকে উড়ে আসে একজন মানুষ। হ্যাঁ উড়েই এসেছিলেন অটোচালক।
আসলে একটি বিদ্যুতের তারে তাঁর পা লাগায় তিনি তারটি সরাতে চাইছিলেন পথ থেকে। প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। দেখা যায় তারে জড়িয়ে শূণ্যে উড়ে আসছেন তিনি প্রবলবেগে। কিছু বোঝার আগেই সুনীতার গায়ে হুমড়ি খেয়ে পড়েন। জ্ঞান হারান সুনীতা। একটি ৭০ কেজির মানুষ সবেগে এসে ধাক্কা মারার ফলে স্বাভাবিক ভাবেই মারাত্মক জখম হন ওই মহিলা ।
রক্তে ভেসে যায় তাঁর শরীর। প্রত্যক্ষদর্শীরা প্রায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাঁর স্বামী কৃষ্ণমূর্তি খবর পেয়েই ছুটে আসেন।
সেখানে ৫২ টি সেলাই পড়ে সুনীতার মাথায়। চিকিৎসরা জানিয়েছেন আপাতত তিনি বিপন্মুক্ত।
যদিও ঘটনার আকস্মিকতায় আতঙ্কে কুঁকড়ে গিয়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন, এই ভয় কাটিয়ে উঠতে সময় লাগবে। তাই আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জানা গিয়েছে, একটি স্থানীয় হোটেলে কাজ করতেন সুনীতা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version