Thursday, May 15, 2025

এভাবে কেউ বেঁচে যেতে পারে তা বিশ্বাস করতে পারছেন না কেউই। কিন্তু বাস্তব বলছে তিনি বেঁচে আছেন।
পরিণতি জানতে অপেক্ষা করেছিলেন কয়েক লক্ষ মানুষ। বেঙ্গালুরুর যাঁরা ভিডিওটি দেখেছিলেন তারা বলছেন গোটা বিষয়টাই অলৌকিক। কিন্তু যদি অলৌকিকই হয় তবে মাথায় ৫২ টা সেলাই পড়েছ কেন মহিলার? শ্বাস নিচ্ছেন, কথা বলছেন, এমনকি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সুনীতা।
ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। গোটা দেশকে চমকে দেয় একটি সিসিটিভি ফুটেজ । সেখানে দেখা যায়, সুনীতা নামের এক মহিলা ক্রসিং ধরে যখন রাস্তা পার হচ্ছেন, ঝড়ের বেগে তাঁর দিকে উড়ে আসে একজন মানুষ। হ্যাঁ উড়েই এসেছিলেন অটোচালক।
আসলে একটি বিদ্যুতের তারে তাঁর পা লাগায় তিনি তারটি সরাতে চাইছিলেন পথ থেকে। প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। দেখা যায় তারে জড়িয়ে শূণ্যে উড়ে আসছেন তিনি প্রবলবেগে। কিছু বোঝার আগেই সুনীতার গায়ে হুমড়ি খেয়ে পড়েন। জ্ঞান হারান সুনীতা। একটি ৭০ কেজির মানুষ সবেগে এসে ধাক্কা মারার ফলে স্বাভাবিক ভাবেই মারাত্মক জখম হন ওই মহিলা ।
রক্তে ভেসে যায় তাঁর শরীর। প্রত্যক্ষদর্শীরা প্রায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাঁর স্বামী কৃষ্ণমূর্তি খবর পেয়েই ছুটে আসেন।
সেখানে ৫২ টি সেলাই পড়ে সুনীতার মাথায়। চিকিৎসরা জানিয়েছেন আপাতত তিনি বিপন্মুক্ত।
যদিও ঘটনার আকস্মিকতায় আতঙ্কে কুঁকড়ে গিয়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন, এই ভয় কাটিয়ে উঠতে সময় লাগবে। তাই আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জানা গিয়েছে, একটি স্থানীয় হোটেলে কাজ করতেন সুনীতা।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version