Wednesday, November 26, 2025

উড়ন্ত মানুষ আছড়ে পড়ল গায়ে, অবিশ্বাস্য ভাবে বাঁচলেন মহিলা

Date:

এভাবে কেউ বেঁচে যেতে পারে তা বিশ্বাস করতে পারছেন না কেউই। কিন্তু বাস্তব বলছে তিনি বেঁচে আছেন।
পরিণতি জানতে অপেক্ষা করেছিলেন কয়েক লক্ষ মানুষ। বেঙ্গালুরুর যাঁরা ভিডিওটি দেখেছিলেন তারা বলছেন গোটা বিষয়টাই অলৌকিক। কিন্তু যদি অলৌকিকই হয় তবে মাথায় ৫২ টা সেলাই পড়েছ কেন মহিলার? শ্বাস নিচ্ছেন, কথা বলছেন, এমনকি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সুনীতা।
ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। গোটা দেশকে চমকে দেয় একটি সিসিটিভি ফুটেজ । সেখানে দেখা যায়, সুনীতা নামের এক মহিলা ক্রসিং ধরে যখন রাস্তা পার হচ্ছেন, ঝড়ের বেগে তাঁর দিকে উড়ে আসে একজন মানুষ। হ্যাঁ উড়েই এসেছিলেন অটোচালক।
আসলে একটি বিদ্যুতের তারে তাঁর পা লাগায় তিনি তারটি সরাতে চাইছিলেন পথ থেকে। প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। দেখা যায় তারে জড়িয়ে শূণ্যে উড়ে আসছেন তিনি প্রবলবেগে। কিছু বোঝার আগেই সুনীতার গায়ে হুমড়ি খেয়ে পড়েন। জ্ঞান হারান সুনীতা। একটি ৭০ কেজির মানুষ সবেগে এসে ধাক্কা মারার ফলে স্বাভাবিক ভাবেই মারাত্মক জখম হন ওই মহিলা ।
রক্তে ভেসে যায় তাঁর শরীর। প্রত্যক্ষদর্শীরা প্রায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাঁর স্বামী কৃষ্ণমূর্তি খবর পেয়েই ছুটে আসেন।
সেখানে ৫২ টি সেলাই পড়ে সুনীতার মাথায়। চিকিৎসরা জানিয়েছেন আপাতত তিনি বিপন্মুক্ত।
যদিও ঘটনার আকস্মিকতায় আতঙ্কে কুঁকড়ে গিয়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন, এই ভয় কাটিয়ে উঠতে সময় লাগবে। তাই আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জানা গিয়েছে, একটি স্থানীয় হোটেলে কাজ করতেন সুনীতা।

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...
Exit mobile version