২০১৯ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম কুড়ির মধ্যে নাম রয়েছে বাংলার দুজনের। সারা দেশের মধ্যে ১৩ নম্বরে এবং কলকাতায় প্রথম হয়েছেন রৌনক আগরওয়াল। ২০ নম্বরে নাম আছে যাদবপুরের নেহা বন্দোপাধ্যায়ের।

এই সাফল্যে খুশি রৌনক এবং নেহা। নেহা জানান, এত ভালো ফল হবে ভাবতে পারেননি তিনি। পশ্চিমবঙ্গেই কাজ করতে চান নেহা। সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক হন রৌনক। তিনি বলেন, “এর আগে দু’বার ইউপিএসসি দিয়েছি। কিন্তু সফল হইনি। তৃতীয়বারে একসঙ্গে মেইন ও ইন্টারভিউ পাশ করি। ভালো করে কাজ করতে চাই।”
