গতরাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। আজ সকালেও বিরাম নেই। এখন প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। ডানলপ থেকে ব্যারাকপুর, মধ্যমগ্রাম, নৈহাটি, নদিয়া টানা ঘন্টা খানেক ধরে চলছে প্রবল বৃষ্টি । যার জেরে বিটিরোড সহ জেলার অন্যান্য রাস্তাও এখনই জলের তলায় । বন্ধ বাস চলাচল ও অন্যান্য যানবাহন ।
তবে জরুরি পরিষেবা চালু রয়েছে। আজ ও কাল প্রচণ্ড বৃষ্টি হতে পারে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। জেলায় লাল সতর্কতা জারি করেছিল প্রশাসন। সেই আশঙ্কাকে সত্যি করে চলছে একটানা প্রবল বৃষ্টি । পরিস্থিতি যা এই বৃষ্টি আর আধ ঘন্টা চললে জেলার বহু এলাকা জলের তলায় চলে যাবে।
পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক স্বপন ঘোষ জানিয়েছেন, নাটাগড়, ঘোলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই এই বৃষ্টিতে জলের তলায় । পুরসভার পক্ষ থেকে বৃষ্টি কমলেই পাম্পের সাহায্যে জল বের করার প্রক্রিয়া শুরু হবে। এর জন্য প্রস্তুত পুরসভার কর্মীরা ।
অন্যদিকে বর্ধমান, বোলপুর, দুর্গাপুরে এখনও বৃষ্টির দেখা নেই। আকাশ কালো করে মেঘ দেখা গেলেও এখনও বৃষ্টি না নামায় ওই অঞ্চলের মানুষ ভ্যাপসা গরমের অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।