বারবার বলা সত্ত্বেও বুধবার রাজ্য জুড়ে সাপ্তাহিক লকডাউন ঘোষণায় ক্ষুব্ধ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাম মন্দির প্রতিষ্ঠার দিন বিঘ্ন ঘটাতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে অনুরোধ করা সত্ত্বেও 5 তারিখ লকডাউনের দিন বদল করা হয়নি। মঙ্গলবার, পলতা নেতাজি সংঘের মাঠে চা-চক্রের আসরে এই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিধায়ক সুনীল সিং।

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, রাজ্য সরকারের দিশাহীনতার ফলেই লকডাউনের দিন এতবার পরিবর্তন করেছে। বিজেপির রাজ্য সভাপতি আশা, রামের ভক্তি ও শক্তিতে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটবে। তিনি জানান, রাম ভক্ত ও বিজেপি কর্মীরা রাস্তায় নামবেন না। তাঁরা বাড়িতে বসেই রামের পুজো করবেন।

