বেইরুটে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৭০ ছাড়াল, আহত প্রায় চার হাজার

লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা ৭০ ছাড়াল। আহত হয়েছেন প্রায় চার হাজার মানুষ। মঙ্গলবার যে বিস্ফোরণ ঘটে তা এককথায় ছিল ভয়ানক। বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । ভিডিওটিতে দেখা গিয়েছে একটা নয়- পরপর দুটি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার বেইরুটে ৷

এখনও পর্যন্ত যা খবর, তাতে ৭০-এর বেশি সংখ্যায় মানুষ ঘটনায় নিহত হয়েছেন ৷ পাশাপাশি আহত প্রায় ৪০০০ মানুষ। বন্দর এলাকায় এই বিস্ফোরণের পর উত্তর ও দক্ষিণ লেবানন সব জায়গা থেকেই উদ্ধারকাজের জন্য কর্মীদের পাঠানো হয়েছে ৷ প্রচুর সংখ্যায় অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে ৷  ধ্বংসস্তুপে আরও দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Previous articleআপাতত দিল্লি নয়, মুকুল কাঁচরাপাড়াতেই গৃহবন্দি
Next articleBreaking : নির্ধারিত সময়ে দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি