‘ভয়ঙ্কর হামলা’ হয়েছে, বেইরুটে বিস্ফোরণ প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের

জোড়া বিস্ফোরণে তছনছ হয়ে গিয়েছে লেবাননের রাজধানী বেইরুট। এই বিস্ফোরণকে ভয়ঙ্কর হামলা বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

এই বিস্ফোরণে কমপক্ষে মৃত্যু হয়েছে ৭৩ জনের। আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ” বিস্ফোরণের মাত্রা দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর হামলা হয়েছে। এই বিষয়ে আমার জেনারেলদের সঙ্গে কথা হয়েছে। ওঁরা জানিয়েছেন এটা বিস্ফোরণ নয়। পাশাপাশি বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “লেবাননের মানুষের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আমরা সব রকম সাহায্যের জন্য তৈরি।”

এই বিস্ফোরণ সম্পর্কে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, “বেইরুট পোর্টের ধারে একটি গুদামে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল। কৃষি কাজে ব্যবহার করার জন্য মজুত করা হয়। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে।” ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Previous articleরামের দর্শন নিয়ে যা যা বললেন প্রধানমন্ত্রী
Next articleশ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী