মখমলের কাপড়ে রামলালার সবুজ-জাফরান পোশাক, ভূমিতে স্থাপন ৫টি রৌপ্য ইট

অবশেষে অযোধ্যায় বহু চর্চিত রামমন্দির নির্মাণের ঐতিহাসিক ভিত্তি স্থাপন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই রাম মন্দিরের নির্মাণের সূচনা হয়েছে তিথি মেনে ঠিক ১২টা বেজে ৪৪ মিনিট ৮ সেকেন্ডের মধ্যে।

প্রধান উপাসনা শেষে মঞ্চ থেকে উঠেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এই উপলক্ষ্য মন্দিরের মূল উপাসনা করা হয়েছিল। সংখ্যাবিদ্যায় ৫ সংখ্যাটি বুধ গ্রহের ফ্যাক্টর হিসাবে বিবেচিত হয়। সেই বিশ্বাস থেকেই মন্দিরের উপাসনার সময় ৫টি রৌপ্য ইট স্থাপন করা হয়েছিল।

শুধু তাই নয়, মন্দিরের ভিত্তি খনন করতে রূপোর শাবল ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। এই সময়ে, ভিত্তি ইটের উপর সিমেন্ট দেওয়ার জন্য সিলভার ট্রেরও ব্যবহার করেছেন তিনি।

এদিন পুজো-অর্চনার সময় রামলালাকে সবুজ এবং জাফরান রঙের পোশাক পরানো হয়েছিল। রামলালার পোশাক মখমলের কাপড় দিয়ে তৈরি। এই পোশাকগুলিতে ৯ ধরণের রত্ন ব্যবহার করা হয়েছে। রামলালায় সবুজ এবং জাফরান রঙের পোশাক পরানো হয়েছিল।

Previous articleছিলেন বামফ্রন্টের মন্ত্রী, রামের টানে মাটি নিয়ে পৌঁছে গেলেন অযোধ্যায়
Next articleরামের দর্শন নিয়ে যা যা বললেন প্রধানমন্ত্রী