Sunday, November 16, 2025

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা একঝাঁক ভারতীয় ক্রিকেটারের

Date:

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হলো। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সরযূ নদীর তীরে বহু চর্চিত মন্দিরের ভূমিপুজোর ও শিলান্যাস করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর উত্তর প্রদেশের অযোধ্যায় রামনন্দিরের এই শিলান্যাসের দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসব পালিত হয়। অন্য অনেকের মতোই যাকে স্বাগত জানিয়েছেন ভারতের একঝাঁক ক্রিকেটাররা।

রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ভারতের এই প্রাক্তন বাঁ-হাতি ওপেনার টুইটে লেখেন, “সমস্যাগুলিকে দমন না করে সমাধান করা ও সংহতির দিকে পরিচালিত করাই উচিৎ। ভাগবান রাম আদি-অনন্ত কাল থেকেই আমাদের পথপ্রদর্শক। আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত যাতে ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা ও সমৃদ্ধির মতো মূল্যবোধগুলি, যা ভগবান রামকে প্রতিপন্ন করেন।”

জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান অভিনন্দন জানিয়ে লেখেন, “আজ দিনটিতে উৎসব পালন করা উচিৎ, এই দিনটি ইতিহাসের পাতায় জায়গা করে নিলো। রাম মন্দিরের সঙ্গে যুক্ত সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ”।

অযোধ্যার রাম মন্দিরের ছবি শেয়ার করে অবিনন্দন বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। বাঁ-হাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান-অলরাউন্ডার রায়না লিখেছেন, “রাম জন্মভূমি অযোধ্যাতে মহারাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ইচ্ছা এই দেশে ভ্রাতৃত্ব এবং শান্তি এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করবে”।

অযোধ্যায় রামন্দিরের শিল্যান্যাল উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এবং ভগবান শ্রীরামচন্দ্রের ছবি শেয়ার করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও সকলকে শুভেচ্ছাও জানান।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version