Tuesday, November 11, 2025

এই সোমপুরা পরিবারই নির্মাণ করছে অযোধ্যার রাম মন্দির

Date:

Share post:

গুজরাটের ভাবনগরের পালিতানা টাউনের বনেদি বাসিন্দা সোমপুরা পরিবার৷

দেশে বেশ কয়েকটি বিড়লা মন্দির গড়েছিলেন চন্দ্রকান্ত সোমপুরা। সেই সূত্রেই শিল্পপতি ঘনশ্যামদাস বিড়লার সঙ্গে ঘণিষ্ঠতা৷ জিডি বিড়লাই একদিন চন্দ্রকান্ত সোমপুরাকে রাম মন্দির নির্মাণের ভার নিতে বলেছিলেন। আলাপ করিয়ে দিয়েছিলেন তখন বিশ্ব হিন্দু পরিষদ প্রধান থাকা অশোক সিংঘলের সঙ্গে। তার পর কেটে গেছে এতগুলো বছর। আজ সেই সোমপুরা পরিবারের নকশাতেই নির্মিত হচ্ছে অযোধ্যার রাম মন্দির।
দেশ ও বিদেশে ২০০টির বেশি বিখ্যাত মন্দির নির্মাণ করেছেন সোমপুরারা। গুজরাটের সোমনাথ মন্দিরকে রূপ দিয়েছে। পরিবারের দাবি, ওই মন্দির নির্মাণের প্রশিক্ষণ নাকি দিয়েছিলেন খোদ বিশ্বকর্মা।

৩০ বছর আগে প্রথমবার অযোধ্যার রাম জন্মভূমিতে গেছিলেন ৭৭ বছরের চন্দ্রকান্ত। তিনিই আজ সোমপুরা পরিবারের কর্তা। যেদিন প্রথম ওখানে গিয়েছিলেন, তখনও ‘‌বিতর্কিত’‌ ভূখণ্ডে ছিল বাবরি মসজিদ। গর্ভগৃহে পরিমাপের যন্ত্র নিয়ে ঢোকার অনুমতি ছিল না। তাই পা ফেলে ফেলে মাপ নিয়েছিলেন চন্দ্রকান্ত। তার পরেই ওখানেই এক কোনে বসে পেনসিলে এঁকে নেন নকশা। পরে সেই ‘রাফ’ স্কেচ দেখে শুরু করেন চূড়ান্ত নকশা তৈরির কাজ৷ ৩০ বছর আগের কথা৷
বুধবার টিভিতে বসেই চন্দ্রকান্ত দেখলেন ভূমিপুজো। বয়স হয়েছে। এই সংক্রমণ- আবহে অযোধ্যায় যেতে পারেননি চন্দ্রকান্ত। তবে ৫০ বছরের ছেলে আশিস অযোধ্যাতেই আছেন। মন্দির নির্মাণের বরাত পেয়েছে লারসেন এবং টাবরো সংস্থা। তাদের সঙ্গেই নির্মাণের কাজ দেখছেন আশিস সোমপুরা।

কাজ শিখতে নাকি কোনও প্রশিক্ষণ নিতে হয় না এই পরিবারের ছেলেদের। কোনও স্কুলেও যেতে হয় না। বংশ পরম্পরায় শিখে নেন নকশা তৈরি করার কাজ।
আশিসের প্রপিতামহ, চন্দ্রকান্তের পিতামহ প্রভাশঙ্কর, গুজরাটের সোমনাথ মন্দিরের নকশা করেছিলেন। ১৯৫১ সালে সেই মন্দির উদ্বোধন করেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। পরে পদ্মশ্রী খেতাবে ভূষিত হন প্রভাশঙ্কর। ছেলে বলবন্ত রাই বদ্রিনাথ মন্দির সংস্কার করে ফিরছিলেন। পথে দুর্ঘটনায় মারা যান। তখন বয়স ছিল ৫১।
‘সোম’ মানে চাঁদ, ‘পুরা’ অর্থ নগর৷ তাই নিজেদের ‘‌চাঁদের বাসিন্দা’‌ বলে মনে করেন এই পরিবার৷ এই পরিবারই সংস্কারের কাজ করে মথুরার কৃষ্ণ মন্দিরের। ওখানেই প্রথমবার চন্দ্রকান্তকে সাহায্য করেছিলেন ছেলে আশিস। পালিতানার শেত্রুঞ্জয় পাহাড়ের জৈন মন্দিরও নির্মাণ করেছেন এরা। আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের নকশাও এই পরিবারেরই কাজ।

অযোধ্যার রাম মন্দিরের ২–৩ ধরনের নকশা করেন চন্দ্রকান্ত। তার মধ্যে একটি চূড়ান্ত করে বিশ্ব হিন্দু পরিষদ৷ চন্দ্রকান্ত সোমপুরার এখনও মনে আছে, তখন দেশে প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। বাবরি মসজিদ তখনও ভাঙা হয়নি। নিজের দপ্তরে চন্দ্রকান্তকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। বলেন, একটি বিকল্প নকশা করতে, যেখানে বাবরি মসজিদের পাশেই থাকবে রাম মন্দির। চন্দ্রকান্ত সেই মতো মসজিদের তিনটি গম্বুজ অক্ষত রেখে এঁকেছিলেন মন্দিরের নকশা। ভিএইচপি মানেনি। তার পরই শুরু হয় দীর্ঘ টানাপোড়েন। পাঁচ বছর আগে, শেষবার, অযোধ্যায় মন্দির নির্মাণের কাজ দেখতে গেছিলেন চন্দ্রকান্ত। আর ওদিকে যাননি৷ মন্দির হলে, দেখতে যাবেন৷ এখন মূলত দুই ছেলে নিখিল আর আশিস- ই কাজ দেখছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে নাতি আশুতোষও (‌২৮)‌ যোগ দিয়েছেন ব্যবসায়৷

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...