দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে রামজন্মভূমির মাটি স্পর্শ করবেন নরেন্দ্র মোদি। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি অযোধ্যার বহুপ্রতীক্ষিত রাম মন্দির নির্মাণের সূচনা করবেন। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে আজ একথা জানানো হয়েছে। স্বভাবতই দুদিক থেকেই মোদির কাছে বুধবারের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে আজ সকালে নির্দিষ্ট সময়েই রাজধানী দিল্লি থেকে লখনউ-এর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যাবেন অযোধ্যা।
