দেশে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই

করোনার গ্রাস থেকে মুক্তি মিলছে না দেশবাসীর। এবার গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫২,৫০৮ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,০৮,২৫৪। এই সময়ের মধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৫৭ জন রোগী। আজ, বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের বুলেটিনে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৫,৮৬,২৪৪ জন সক্রিয় রোগী। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৯,৭৯৫ জনের। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১২,৮২,২১৫ জন করোনাজয়ী।

Previous articleBreaking : নির্ধারিত সময়ে দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Next articleমোদিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি রামজন্মভূমি স্পর্শ করছেন