আপাতত দিল্লি নয়।
অমিত শাহের করোনা। ধর্মেন্দ্র প্রধানও আক্রান্ত। পরিস্থিতি গোলমেলে।
ফলে আপাতত দিল্লি যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন মুকুল রায়।
সল্ট লেকের বাড়িতেও আসেননি। সেই পাড়ায় একাধিক করোনা পজিটিভ।
চোখে ইনজেকশনের পর তাই কাঁচড়াপাড়ায় গৃহবন্দি রেখেছেন নিজেকে। বাড়ি থেকে বেরোচ্ছেন না।
তবে দুদিন আগেই একটি “ব্যক্তিগত” বৈঠক সেরেছেন বলে খবর, যেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে রাখেননি। পুত্র শুভ্রাংশুও কিছু বিষয়ে বেশ সক্রিয়।
তবে মুকুল রায়ের মুখে আপাতত কুলুপ। তাঁর শিবিরের খবর, দিল্লি বাংলা নিয়ে সিরিয়াসলি কিছু ভাবছে। কিছু পদক্ষেপ আসছে। সেদিকে তাকিয়ে আছেন মুকুলবাবু। তবে “পরিচিতদের” সঙ্গে গল্প বন্ধ নেই। রাখিতে ” ভাই বোনের” সম্পর্ক অটুট রাখার বার্তাও দিয়েছেন। তাঁর বাড়িতে অবশ্য বিজেপি নেতাদের ছবি আর পদ্মফুল জ্বলজ্বল করছে।