নিউ নর্মালে শিক্ষা প্রতিষ্ঠানের পঠনপাঠন বন্দি হয়েছে স্ক্রিনে। সংক্রমণ এড়াতে সারা বিশ্বের বেশিরভাগ দেশে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই সময়ে স্কুল, কলেজ খুললে ভয়ঙ্কর বিপদ হতে পারে বলে মনে করছেন গবেষকরা। ইংল্যান্ডের পরিস্থিতি বিচার করে গবেষকদের ধারণা, শিক্ষা প্রতিষ্ঠান খুললে ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মনে করছেন চিহ্নিতকরণ এবং পরীক্ষা বাদ দিয়ে স্কুল খোলা হলে বড়সড় বিপদ হতে পারে। স্কুল-কলেজ এখনই খোলা হলে ব্রিটেনে ভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা গবেষকদের। আর তাতে সংক্রমণ হতে পারে দ্বিগুণ। গবেষকরা জানাচ্ছেন, মোট জনসংখ্যার ৬৮ শতাংশ চিহ্নিতকরণ এবং ৭৫ শতাংশ পরীক্ষা হলে তবে দ্বিতীয় ধাক্কা সামলানো সম্ভব।
