Wednesday, November 12, 2025

দেহ সৎকারের পরে জানা গেল মৃত্যু কোভিডে, আতঙ্ক সিউড়িতে

Date:

Share post:

দেহ সৎকারের পরে জানা গেল মৃত্যু কোভিডে। আতঙ্ক বীরভূমের সিউড়ির করিধ্যা গ্রামের সেন পাড়ায়। মৃত ব্যক্তির সংস্পর্শে আসা আত্মীয়-পরিজনের তালিকা তৈরি করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার লালারসের নমুনা সংগ্রহ করা হবে সকলের।

4 অগাস্ট ভুবন সেন নামে এক ব্যক্তি মারা যান। বৃহস্পতিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এলাকায় আতঙ্ক ছড়ায়। কারণ পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তাঁর দেহ সৎকার করে পরিবারের লোকেরা। শুধু তাই নয়, সেই সৎকারের গ্রামের বহু লোক উপস্থিত ছিলেন বলে অভিযোগ। কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। গত 31 জুলাই ভুবন সেন সিউড়ি হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেট চেম্বারে দেখিয়েছিলেন। ওই চিকিৎসক তাঁকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। সেইমতো তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে লালারসের নমুনা দিয়ে আসেন। ইতিমধ্যেই ওই ব্যক্তি বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে হয়ে পড়লে মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আত্মীয় পরিজনদের অভিযোগ মৃতদেহ ময়নাতদন্ত না করেই ছেড়ে দেওয়া হয়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি প্রভাব খাটিয়ে দেহ হাসপাতাল থেকে ময়নাতদন্ত না করিয়েই নিয়ে যান পরিবারের সদস্যরা। স্থানীয় ভুঁইফোড়তলা শ্মশানে সৎকার করা হয়।

ভুবন সেনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সংস্পর্শে আসা সকলের করোনা পরীক্ষা করাতে বলা হয়। বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, “দেহ ময়নাতদন্ত না করে কীভাবে ছেড়ে দিয়েছিল সেটা বলতে পারব না। তবে সংস্পর্শে আসা সকলের করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে”।

spot_img

Related articles

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...