Thursday, August 28, 2025

দেহ সৎকারের পরে জানা গেল মৃত্যু কোভিডে। আতঙ্ক বীরভূমের সিউড়ির করিধ্যা গ্রামের সেন পাড়ায়। মৃত ব্যক্তির সংস্পর্শে আসা আত্মীয়-পরিজনের তালিকা তৈরি করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার লালারসের নমুনা সংগ্রহ করা হবে সকলের।

4 অগাস্ট ভুবন সেন নামে এক ব্যক্তি মারা যান। বৃহস্পতিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এলাকায় আতঙ্ক ছড়ায়। কারণ পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তাঁর দেহ সৎকার করে পরিবারের লোকেরা। শুধু তাই নয়, সেই সৎকারের গ্রামের বহু লোক উপস্থিত ছিলেন বলে অভিযোগ। কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। গত 31 জুলাই ভুবন সেন সিউড়ি হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেট চেম্বারে দেখিয়েছিলেন। ওই চিকিৎসক তাঁকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। সেইমতো তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে লালারসের নমুনা দিয়ে আসেন। ইতিমধ্যেই ওই ব্যক্তি বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে হয়ে পড়লে মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আত্মীয় পরিজনদের অভিযোগ মৃতদেহ ময়নাতদন্ত না করেই ছেড়ে দেওয়া হয়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি প্রভাব খাটিয়ে দেহ হাসপাতাল থেকে ময়নাতদন্ত না করিয়েই নিয়ে যান পরিবারের সদস্যরা। স্থানীয় ভুঁইফোড়তলা শ্মশানে সৎকার করা হয়।

ভুবন সেনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সংস্পর্শে আসা সকলের করোনা পরীক্ষা করাতে বলা হয়। বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, “দেহ ময়নাতদন্ত না করে কীভাবে ছেড়ে দিয়েছিল সেটা বলতে পারব না। তবে সংস্পর্শে আসা সকলের করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে”।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version