Thursday, August 21, 2025

গেহলটের স্বস্তি, বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদানের বিরুদ্ধে আর্জি খারিজ হাইকোর্টে

Date:

শচিন পাইলট সহ ১৯ কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে তৈরি হওয়া সংকটের মধ্যেও আদালতের রায়ে কিছুটা স্বস্তিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বৃহস্পতিবার রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের ছয় বিএসপি বিধায়কের কংগ্রেসে যোগদান চ্যালেঞ্জ করে আনা মামলাটি খারিজ হয়ে গিয়েছে। বিজেপি ও বিএসপি দুই দলের পক্ষ থেকেই আদালতে আর্জি জানানো হয়েছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদানকে বাতিল ঘোষণা করা হোক। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে সেটি সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। ফলে বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদান ও গেহলট সরকারকে সমর্থনের ব্যাপারে এই মুহূর্তে কোনও বাধা নেই। বলা বাহুল্য, আগামী ১৪ অগাস্ট রাজস্থান বিধানসভার অধিবেশন শুরুর আগে সরকারের ম্যাজিক ফিগার নিয়ে প্রবল চাপে থাকা গেহলট অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন রাজস্থান হাইকোর্টের এদিনের রায়ে।

২০০ আসনবিশিষ্ট রাজস্থান বিধানসভায় ম্যাজিক ফিগার ১০১। বিদ্রোহী পাইলট শিবিরের ১৯ জন বিধায়ককে বাদ দিলে গেহলটের পক্ষে আছে মাত্র ১০২ জনের সমর্থন। এরমধ্যে বিএসপির টিকিটে জেতা ৬ বিধায়কের সমর্থনও ধরা রয়েছে। মায়াবতীর দলের এই ছয় বিধায়ক গত বছরের সেপ্টেম্বরে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেন এবং তা অনুমোদন করেন বিধানসভার স্পিকার সিপি যোশী। যেহেতু বিএসপির সব বিধায়কই একসঙ্গে নিজেদের দল ত্যাগ করে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেছেন, ফলে দলত্যাগবিরোধী চলতি অাইন তাঁদের ক্ষেত্রে খাটে না। এরপরেও এই দলবদলকে বাতিল করার আর্জি নিয়ে হাইকোর্টে মামলা হয়, যা এদিন খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version