Friday, May 16, 2025

বিজেপির মোহ কাটিয়ে ফের ঘাসফুল শিবিরে ফিরছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

Date:

Share post:

একটা সময় দিল্লিতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি। গত কয়েক মাস ধরে দলের মধ্যেই কোণঠাসা ছিলেন। অবশেষে মোহভঙ্গ। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরছেন মুর্শিদাবাদের অতি পরিচিত রাজনৈতিক নেতা তথা তৃণমূল জমানাতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। ফলে বিপ্লব মিত্রের পর ফের একটি বড় উইকেট পড়লো গেরুয়া শিবিরে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ, বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন হুমায়ুন কবীর। বৃহস্পতিবার তাঁর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরার কথা। এদিন দুপুরে বহরমপুরের জেলা দফতরে হুমায়ুনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেবে জেলা নেতৃত্ব। একইসঙ্গে তৃণমূলে যোগ দেবেন হুমায়ুনের কয়েকজন অনুগামীও।

ফের একবার তৃণমূলে ফেরার ব্যাপারে হুমায়ুনের বক্তব্য, “তৃণমূল ছেড়ে আমি ভুল করেছিলাম। তাই ফের পুরনো দলেই ফিরছি। যতদিন রাজনীতি করব, মমতা দিদিই আমার নেত্রী। তাঁর নেতৃত্ব ও নির্দেশ মেনেই কাজ করব।”

হুমায়ুনের দলবদল ও রং বদল অবশ্য নতুন নয়। রাজ্যের মোটামুটি সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে ঘর করেছেন তিনি। প্রথম তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। একটা সময় বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি। কংগ্রেসের টিকিটে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। ২০১১ সালে রেজিননগর বিধানসভা কেন্দ্র থেকেও কংগ্রেসের টিকিটেই জিতেছিলেন। পরে ২০১২ সালে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন হুমায়ুন কবীর। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়ে অবশ্য সামান্য ভোটে হেরে গিয়েছিলেন। ২০১৭ সালে ফের পুরনো দল কংগ্রেসে ফিরলেও মাত্র একবছর পর ২০১৮ সালে আবার দল বদলে পা বাড়ান বিজেপিতে। গত লোকসভা নির্বাচনে বিজেপি’র প্রার্থীও হয়েছিলেন। এরপর সিএএ এবং এনআরসি নিয়ে দলের মধ্যে মতনৈক তৈরি হয়। তারপর থেকেই গেরুয়া শিবিরে হুমায়ুন ছিলেন কোণঠাসা। অবশেষে বিজেপি ছেড়ে ফের ঘাসফুল শিবিরে ফিরছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর।

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...