Wednesday, November 12, 2025

একমো পদ্ধতিতে সুস্থ হলেন ভাইরাস আক্রান্ত যুবক, সাফল্য শহরের চিকিৎসকদের

Date:

রক্তে মাত্র ৯ শতাংশ অক্সিজেনের মাত্রা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ১৩১ কিলো ওজনের ভাইরাস আক্রান্ত রোগীকে সুস্থ করে তুললেন তিলোত্তমার চিকিৎসকরা। ‘এক্সট্রা কর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন’ তথা একমো চিকিৎসা পদ্ধতি ১০০ জন রোগীর ওপর প্রয়োগ করেছেন চিকিৎসকরা। আর তাতেই এশিয়ান জনের রেকর্ড তৈরি হয়েছে। এই সাফল্যের পিছনে রয়েছেন কলকাতার একমো সেন্টারের ডিরেক্টর ডা. কুণাল সরকার এবং তাঁর টিম।

রাজ্য বিদ্যুৎ পর্ষদের বর্ধমানের জোনের ইঞ্জিনিয়ার ৩৪ বছর বয়সী অতনু দত্ত। ওজন ১৩১ কিলো। হাসপাতালে ভর্তি হওয়ার সময় শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯ শতাংশ। ভেন্টিলেশন দিয়েও ফুসফুস সক্রিয় করা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপরই একমো সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে। গত ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত একমোতে ছিলেন অতনু। সেন্টারের কো-ডিরেক্টর ডা. অর্পন চক্রবর্তী জানান, অতনুর চিকিৎসায় ঝুঁকি ছিল। ভাইরাস মুক্ত হওয়ার পাশাপাশি ২০ কিলো ওজন কমেছে ওই ব্যক্তির।

এক্সট্রা কর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন পদ্ধতিতে বিকল হওয়া ফুসফুস সচল রেখে শরীরে অক্সিজেনের যোগান দেওয়া হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, সার্স ও সোয়াইন-ফ্লুর ক্ষেত্রে ফুসফুস ও পার্কে সচল রাখা গিয়েছে এই পদ্ধতিতে। এ বিষয়ে ডা. কুণাল সরকার জানান, ” ভেন্টিলেশন বা আইসিইউতে কিছু সময় নজরে রাখলেই হয়। কিন্তু একমো পদ্ধতিতে ২৪ ঘণ্টা যন্ত্রের উপর নজর রাখতে হয় বিশেষজ্ঞ টিমকে।”

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version