১০০ ডায়াল করে ঠাট্টা ! শ্রীঘরে যুবক

কর্মব্যস্ত লালবাজার। বেজে উঠল ফোন। পুলিশ ফোন তুলে ‘হ্যালো’ বলতেই ওপাশ থেকে ভেসে এলো এক যুবকের কণ্ঠস্বর। ফোন রাখার পরই রীতিমতো হইচই পড়ে গেল!
১০০ নম্বরে ফোন করে বোমা মারার হুমকি! স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। খোঁজ শুরু হয় কলারের।

 

কোন জায়গায় বোমা মারা হবে সেটি কিন্তু বলা হয়নি।  তা নিয়ে স্পষ্ট কিছু বলার আগেই ফোন কেটে দিয়েছিল কলার। তবুও পুলিশ খোঁজখবর করে। খোজ মেলে ওই ব্যক্তির ওই ব্যক্তির।

পুলিশ জানিয়েছে,  মহেশতলার বাসিন্দা অর্কপ্রভ গঙ্গোপাধ্যায় ফোন করে বোমা মারার হুমকি দেন।

জিজ্ঞাসাবাদের পর জানা যায়,  ঠাট্টা করতে ১০০ নম্বরে ফোন করে হুমকি দিয়েছেন তিনি। এই ঘটনার পর গ্রেফতার করা হয়েছে তাঁকে। চলছে জিজ্ঞাসাবাদ। ধৃত বিষয়টিকে ঠাট্টা বলে উড়িয়ে দিলেও এর পিছনে সত্যিই অন্য কোনোও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ খোঁজখবর শুরু করেছে।

Previous articleদেশের মধ্যে প্রথম ‘কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করল রাজ্য
Next articleসুশান্ত মৃত্যু রহস্য: সিট গঠন করল সিবিআই