কাল জয়েন্টের ফল, রেজাল্ট যেভাবে জানবেন

৭ অগাস্ট অর্থাৎ শুক্রবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এদিন দুপুর ১টা নাগাদ ফলপ্রকাশ করা হলেও পরীক্ষার্থীরা তা দেখতে পাবেন দুপুর আড়াইটে থেকে।

জেনে নিন কোন কোন সাইটে ফলাফল জানা যাবে…

www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। ফলাফল ও rank জানার পর ছাত্রছাত্রীরা তাদের rank কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন।

উল্লেখ্য, এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় । লকডাউনের জেরে এতদিন ফলপ্রকাশ থমকে ছিল । অবশেষে ৬ মাসের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। সূত্রের খবর, এবার কাউন্সেলিংও হবে অনলাইনে।

Previous articleলকডাউন পর্বে শিক্ষকদের কাজের হিসেব নেবে বিকাশ ভবন
Next articleগোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হুগলি, চলল গুলি-বোমা