Thursday, August 28, 2025

ভিভো অতীত, আইপিএলের স্পনসর হওয়ার দৌড়ে চার সংস্থার জোরদার লড়াই

Date:

ভিভো-আইপিএলের গাঁটছড়া ভেঙেছে। প্রশ্ন হলো, আইপিএলের মতো তুমুল জনপ্রিয় টুর্নামেন্টের স্পনসর কে বা কারা হবে? বোর্ড সূত্রে খবর, এই বরাত পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে অ্যামাজন। একদিকে আইপিএল, অন্যদিকে দুর্গাপুজো-দেওয়ালি এই মরশুম ধরতেও তারা নানা যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

ভিভোর অর্থ পূরণের জন্য ক্রিকেট বোর্ড একজন স্পনসর ও দুটি কো-স্পনসরের সন্ধানে রয়েছে। এছাড়া টাইটেল স্পনসর ও অ্যাসোসিয়েট স্পনসরও রয়েছে। ভিভোর পুল ছিল ৪৪০ কোটি। নয়া স্পনসর ১৮০ দিলেও লাভ বোর্ডের। অ্যামাজন মূল স্পনসর হলে বাইজুস আর ড্রিম ইলেভেন লড়াইয়ে এগিয়ে রয়েছে। দুটি কো-স্পনসরকে টক্কর দিতে নেমেছে অ্যানঅ্যাকাডেমি ও মাই সার্কেল-১১। এই তালিকা দ্রুত শেষ করতে হবে, কারণ, দ্রুত জার্সি, স্পনসরশিপ নিয়ে এগোতে হবে। ড্রিম ইলেভেন যদি প্রতি মরশুমে ৪০ কোটি টাকা করে দেয়, তাহলে বিসিসিআই বিড করার জন্য আরও ৪০ কোটি চাইবে অফিসিয়াল পার্টনার হতে।

ভিভো সরে যাওয়ায় প্রতিটি ফ্রাঞ্চাইজি এ বছরের ক্ষতি কম করে ১৫ কোটি টাকা। এবার নতুন করে টেন্ডার ডাকবে ভারতীয় বোর্ড। বোর্ড বলছে বহু সংস্থার সঙ্গে কথা হচ্ছে। তবে একটি সূত্রে খবর, শেষে দাঁও মারতে পারে দেশি সংস্থা। টাইটেল স্পনসর রিলায়েন্স জিও হতে পারে। এছাড়া লড়াইয়ে রয়েছে বাইজু, কোকাকোলা, অ্যামাজন, আরপিজি, এমনকী পতঞ্জলির নামও শোনা যাচ্ছে। বছরে ৪৪০ কোটির ঘাটতি মেটাতে অনেকগুলি স্পনসর দরকার। চুক্তি হবে এক বছরের। তবে বোর্ডের সবচেয়ে বড় ভরসা ৩২৫০ কোটি টাকার ব্রডকাস্টিং চুক্তি।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version