Tuesday, August 26, 2025

দেহ সৎকার ঘিরে উত্তেজনা কোচবিহার মহাশ্মশানে। রণক্ষেত্র চেহারা নিল পিলখানা এলাকা।  পুলিশ ও এলাকাবাসীর মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। লাঠিচার্জ করে জমায়েত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় পুলিশ।

এলাকাবাসীদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎই পুলিশ এলাকাকে ঘিরে ফেলে। তারপরই শ্মশানে দেহ নিয়ে ঢোকে কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার পুরসভার কর্মীরা। স্থানীয়রা প্রতিবাদ করলে তাঁদের উপরে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দুটি কাঁদানে গ্যাসের শেল পাঠানো হয়।
কোচবিহার পুরসভার সেনেটারি অফিসার বিশ্বজিৎ রায় জানান, যে ব্যক্তির দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়, তাঁর শরীরে কোনও ভাইরাস ছিল না। তবে তাঁর করোনা চিকিৎসা হয়েছিল এবং তিনি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই কথা জানাজানি হওয়ায় স্থানীয় বাসিন্দারা দেহ সৎকারে বাধা দেন। পুলিশের উপর চড়াও হন বলেও অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকলে বাধ্য হয়ে পুলিশ লাঠি চালায়। পরে পুলিশের উপস্থিতিতে দেহ সৎকার হয়েছে। এদিন অগ্রণী ভূমিকা গ্রহণ করেন জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, ওই ব্যক্তিকে তিনি নিজে কোভিড হাসপাতালে ভর্তি করেছিলেন, তিনিই সৎকার করলেন।
কোচবিহারের পাশাপাশি এদিন তুফানগঞ্জ 6 নম্বর ওয়ার্ডের দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে তুফানগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বা কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান জানান, বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version