খেলার ছলে গলায় ফাঁসে বোনের মৃত্যু, ভাই আশঙ্কাজনক। খেলতে গিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু এক শিশুর। গুরুতর আহত আরও এক- অভিযোগ পরিবারের। মৃতের নাম রশ্মি কুমারী। ঘটনা চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকার। স্থানীয় সূত্রে খবর, ভাই বোন ঘরে খেলা করতে করতে গলায় ফাঁস লেগে যায় ওড়ানায়।এরপরে রবীন্দ্রনগর এলাকায় খবর পেয়ে স্থানীয়রা শিশু দুটিকে নিয়ে চুঁচুড়া হাসপাতালে যান। সেখানে মেয়েটির মৃত্যু হয়। ছেলেটিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাযর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।