Thursday, August 28, 2025

বেশ কয়েকদিন ধরে তার দেখা মিলছিল না। শেষ পর্যন্ত দিঘা মোহনার মাছ বাজারে বৃহস্পতিবার কোল আলো করে তিনি ছিলেন। হ্যাঁ, ইলিশ!লকডাউন ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পর ১ জুলাই থেকে সমুদ্রে মাছ শিকারের জন্য দিঘা উপকূল থেকে প্রায় হাজার খানেক ট্রলার ও নৌকা সমুদ্রে পাড়ি দিয়েছিল। তবে এর আগে ১৫ জুন মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পর ডায়মন্ড হারবারের মৎস্যজীবীরা মাছ শিকারের জন্য সমুদ্রে পাড়ি দেন। কিন্তু দিঘার বেশির ভাগ মৎস্যজীবী ১ জুলাই থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। যাঁদের ফিরে আসতে আরও কয়েক দিন সময় লাগবে। আর এই ট্রলারগুলি ফিরলে ইলিশের জোগান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ।নিশ্চয়ই ভাবছেন তাহলে এই ইলিশের দেখা কীভাবে মিলল? আসলে আবহাওয়ার কারণে মাঝ সমুদ্র থেকে ফিরে আসা মৎস্যজীবীদের ট্রলারেই ধরা পড়েছে ইলিশ!
পরিমাণে খুব বেশি না হলেও বেশ কিছুদিন পরে ইলিশ ওঠায় খুশি মাছ ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী এবং ইলিশ প্রেমী ক্রেতারা প্রত্যেকেই।
পূবালি হাওয়া আর বৃষ্টি -বাদলার কারণেই ইলিশ ধরা পড়েছে বলে মাছ ব্যবসায়ীদের দাবি। এই আবহাওয়া চলতে থাকলে আগামী কয়েকদিন আরও ইলিশ উঠতে পারে বলেও মনে করছেন তাঁরা।
ইলিশের দামও বেশ নিয়ন্ত্রণে।
৫০০/৬০০ গ্রাম ইলিশের দাম- ৬০০ টাকা কেজি, ৮০০ গ্রামের ইলিশ ৭০০ টাকা কেজি এবং ১ কেজি ওজনের ইলিশ কেজি প্রতি এক হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছে।
কাঁথি মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ বলেন, ‘একটি ট্রলার সমুদ্রে মাছ শিকার করে ফিরে আসতে ১০-১৫ দিন সময় লাগে। তাই ১ জুলাই থেকে বেরানো ট্রলার ও বোটের ফিরে আসতে আরও কয়েক দিন সময় লাগবে। তাছাড়া ইলিশ শিকার করে ফিশিং বোট। যেগুলি এখনও পর্যন্ত ফিরে এসেছে সেগুলির বেশির ভাগ ট্রলার। সে কারণে ইলিশের প্রকৃত অবস্থা বুঝতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে আবহাওয়ার পরিস্থিতি বলছে চলতি মরশুমে প্রচুর ইলিশ উঠবে মৎস্যজীবীদের জালে।’

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version