মধ্যশিক্ষা পর্ষদের পর এবার ভাইরাসের থাবা স্কুল সার্ভিস কমিশনের অফিসে

মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকের পর এবার ভাইরাসের আক্রান্ত স্কুল সার্ভিস কমিশনের একাধিক কর্মী। মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিকের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে শুক্রবার। এবার জানা গেল কমিশনের দুজন নিরাপত্তারক্ষী এবং একজন কর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার জেরে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে একাধিক কর্মী এবং আধিকারিকদের। স্কুল সার্ভিস কমিশনের অফিস স্যানিটাইজ করা হয়েছে।

অন্যদিকে, ভাইরাসের কোপ পড়ায় মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতরের চারতলার সব বিভাগ বন্ধ করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে সংশ্লিষ্ট বিভাগগুলি। ইতিমধ্যে পর্ষদের বেশ কয়েকজন কর্মী ও আধিকারিককে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে। তবে এক্ষেত্রে কাজের কোনও ব্যাঘাত ঘটবে না বলেই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

Previous articleশাড়ি কেলেঙ্কারি নিয়ে কেন উত্তাল রাজ্য বিজেপি, দেখুন
Next articleনবান্ন থেকে সরছে মুখ্যমন্ত্রীর দফতর! চাঞ্চল্য সরকারি মহলে