মেডিক্যালে আত্মহত্যার চেষ্টা, পিছনে বেসরকারি হাসপাতালের রক্তচোষা বিল!

শনিবার সকালে মেডিক্যালে সুপার স্পেশালিটি বিভাগের চারতলায় এক প্রৌঢ় আত্মহত্যা করতে যান। অক্সিজেন সিলিন্ডার দিয়ে জানলার কাচ ভেঙে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন। হাসপাতাল কর্মী ও পরে পুলিশ উত্তর ২৪ পরগণার অশোকনগরের বাসিন্দাকে উদ্ধার করে। কিন্তু কেন এই আত্মহত্যার চেষ্টা? হাসপাতাল সূত্র বলছে, অতিমারীতে আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। অন্যান্য রোগীদের সঙ্গে থাকাকালীন তাদেরকে মারধর করতেন বলেও খবর। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, অবসাদে ভুগছিলেন। তাই তাঁকে কাউন্সেলিংও করা হচ্ছে। অন্য একটি অসমর্থিত সূত্র বলছে, মেডিক্যালে ভর্তি হওয়ার আগে ওই ব্যক্তি চিড়িয়াখানার কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে একদিনে নাকি তাঁর বিল করা হয় দেড় লক্ষাধিক। নিরূপায় হয়ে তিনি মেডিক্যালে আসেন। অ্যাম্বুল্যান্স চিড়িখানার কাছের ওই হাসপাতাল থেকে মেডিক্যালে আসার জন্য নাকি ১৩ হাজার টাকা ভাড়া নেয়। এই ঘটনার পরে ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েন ও অস্বাভাবিক ব্যবহার করতে থাকেন। সেই চাপেই তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে দাবি সেই সূত্রের। তবে এ ব্যাপারে প্রৌঢ়ের পরিবারের লোকেরাই আসল রহস্যের সমাধান করতে পারবেন। কিন্তু এই ঘটনা নিয়ে বেসরকারি হাসপাতালের উপর মানুষের অভিযোগ ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে কলকাতা সহ রাজ্য জুড়ে যেভাবে অ্যাম্বুল্যান্সের রক্তচোষা পর্ব চলছে, তাতে যে কোনওদিন বিস্ফোরণ ঘটে যেতে পারে।

Previous articleকরোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল
Next articleরাজ্যে করোনায় সংক্রমণ ছাড়াল ৯০ হাজার, মৃত্যু ২ হাজার