প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, ময়দানে শোকের ছায়া

একটা সময় মোহনবাগানের রক্ষণ সামলেছেন। সবুজ-মেরুন জার্সি গায়ে বহু যুদ্ধের নায়ক সেই মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি সিং আর নেই। মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত মণিপুরী ফুটবলার।

২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে খেলেছেন মণিতোম্বি। তাঁর অধিনায়কত্বেই ২০০৪ সালে অল এয়ারলাইন্স গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। পেশাদার ফুটবল জীবনে মোহনবাগান ছাড়াও এয়ার ইন্ডিয়া, সালগাওকরের মতো ক্লাবে খেলেছেন মণিতোম্বি। শেষবার তাঁকে খেলতে দেখা গিয়েছিল ২০১৫-১৬ সালে মণিপুর স্টেট লিগে। সেবারেও মণিপুর স্টেট লিগে চ্যাম্পিয়ন হয় তাঁর দল এআইএম।

এ হেন সফল ফুটবলার এত অল্প বয়সে চলে যাওয়ায় শোকস্তব্ধ ময়দান। তাঁর প্রাক্তন ক্লাব মোহনবাগানের তরফে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেওয়া হয়েছে।

Previous articleপরিবারতন্ত্র কায়েম করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে
Next articleকন্টেনমেন্ট জোন থেকে কর্মীদের তৃণমূল ভবনে না আসার অনুরোধ-নোটিশ