বোর্ড পরীক্ষায় অঙ্কে প্রাপ্ত নম্বর ২, পুনর্মূল্যায়নে মিলল ১০০

অঙ্কে প্রাপ্ত নম্বর মাত্র ২। অথচ অন্য সব বিষয়ে প্রাপ্ত নম্বর ৯০ এর বেশি। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে হতবাক পরীক্ষার্থী। খাতা পুনর্মূল্যায়নের পর অঙ্কের নম্বর বেড়ে হলো ১০০। ঘটনা হরিয়ানার।

গত ১০ জুলাই হরিয়ানার বোর্ড অব স্কুল এডুকেশন দশম শ্রেণীর ফল প্রকাশ করে। হরিয়ানার ওই ছাত্রী সুপ্রিয়া প্রতিবন্ধী। তাঁর অভিযোগ, “রেজাল্ট পেয়ে অবাক হয়ে যাই। কীভাবে এটা সম্ভব। মাত্র ২ পেয়েছিলাম অঙ্কে। এরপর আমার বাবা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তাতে ১০০ পাই।” সুপ্রিয়ার বাবা ছাজমুরম বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি জানান, “পুনর্মূল্যায়নের জন্য ৫ হাজার টাকা খরচ করতে হয়েছে। আরও দায়িত্ব নিয়ে মূল্যায়নের কাজ করলে এই হয়রানি হতো না।”

Previous articleএবার কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত
Next articleভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিল, পুড়লো মোদির কুশপুতুল