Monday, November 10, 2025

30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল মেট্রো বা দূরপাল্লার ট্রেন। তবে বিশেষ ট্রেন এবং মালগাড়ি যেমন ছিল তেমনই চলবে। সোমবার বিকেলে রেল বোর্ডের এই বিজ্ঞপ্তি জারির কিছুক্ষণের মধ্যেই তা ঘিরে বিভ্রান্তি ছড়াল। প্রথমে বলা হয়, এটা রেল বোর্ডের অভ্যন্তরীণ নির্দেশ। প্রকাশ্যে আসা উচিত নয়। কিন্তু তার আবার কিছুক্ষণের মধ্যেই সুর বদলে রেলবোর্ড জানায়, পূর্ব রেলের সিপিটিএম যে লিখিত নির্দেশ দিয়েছেন তা ঠিক নয়। রেলমন্ত্রকও জানায়, ট্রেন চলাচলের নির্ধারিত কোনও দিন ঠিক হয়নি।
পূর্ব রেলের এক কর্তার রেলের সব ডিভিশন ও বিভাগীয় প্রধানদের চিঠিতে জানান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়তি যাত্রীবাহী কোনও ট্রেন চলবে না। এরপরই সেই বার্তা প্রকাশ্যে চলে আসে। হাওড়ার ডিআরএম ইশাক খানও জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না।
কিন্তু এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই পূর্ব রেল জানিয়ে দেয়, পূর্ব রেলের সিপিটিএম যে লিখিত নির্দেশ দিয়েছেন তা ঠিক নয়। রেলমন্ত্রকও জানায়, ট্রেন চলাচলের নির্ধারিত কোনও দিন ঠিক হয়নি। পূর্ব রেলের কর্তার নির্ধারিত চিঠি ঘিরে শুরু হয় বিতর্ক। বোর্ডের নির্দেশের নাম, নম্বর দিয়ে কীভাবে এই চিঠি তিনি ইস্যু করলেন তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বোর্ড।
আগেই ঘোষণা করা হয়েছিল, ১২ অগাস্ট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না। এদিনের বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে রেলবোর্ড ওই সময়সীমা সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে বলে জানায়। কিন্তু তারপরেই জানিয়ে দেওয়া হল এই বিজ্ঞপ্তি ঠিক নয়। এই পরিস্থিতিতে আদৌ কবে থেকে লোকাল, মেট্রো বা দূরপাল্লার ট্রেন চলবে তা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি দেখা দিয়েছে।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version