Wednesday, November 26, 2025

IB-তে চাকরির নামে দেশজুড়ে প্রতারণা, তদন্তে নেমেছে কেন্দ্র

Date:

Share post:

বাঘের ঘরেই ঘোগের বাসা !

সরাসরি ইন্টেলিজেন্স ব্যুরো বা IB-র সদর দপ্তরে চাকরি দেওয়ার নাম করে দেশজুড়ে এক বড়মাপের প্রতারণা ব্যবসার হদিশ মিলেছে৷ চাকরি দেওয়ার নাম করে এক একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সামনে এসেছে৷
চলতি বছরের জানুয়ারি- ফেব্রুয়ারি মাস থেকে এই চক্র সক্রিয়৷ লকডাউন পর্বে আরও সক্রিয় হয়েছে৷ এখনও পর্যন্ত এ ধরনের শতাধিক ভুয়ো নিয়োগপত্র IB-র অফিসারদের নজরে এসেছে৷ শুধুই দিল্লির সদর দপ্তরে নয়, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারে IB-র আঞ্চলিক অফিসেও এভাবেই ‘চাকরিতে যোগ দিতে এসে’ ফাঁসছেন কর্মহীন যুবক-যুবতীরা৷ জানতে পারছেন প্রতারিত হওয়ার কথা৷
IB কর্তারা জানতে পেরেছে, দপ্তরের নাম ও লোগোর সঙ্গে সাদৃশ্য রেখে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানেই IB-তে বিভিন্ন পদে লোক নেওয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিভিন্ন দৈনিকেও আবেদনপত্র চাওয়া হয়েছে। ফর্ম জমা নেওয়ার সময় পোস্টাল চার্জ পর্যন্ত নেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড যাচ্ছে ডাক মারফৎ। লিখিত পরীক্ষার জন্য দিল্লিতে ডাক পড়ছে প্রার্থীদের। সেখানেই বিভিন্ন কৌশলে পদ অনুসারে টাকার অঙ্ক পাঁচ থেকে দশ লক্ষ চাওয়া হচ্ছে৷ তথাকথিত ‘সফল’ প্রার্থীদের নাম প্রতারকদের তৈরি জাল ওয়েবসাইটে প্রকাশের পর যাচ্ছে নিয়োগপত্র। টাকার দাবি জানানো হচ্ছে। চাকরিতে যোগ দিতে এসে যুবক-যুবতীরা জানতে পারছেন, তাঁরা প্রতারিত হয়েছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই দেশজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এই প্রতারণা চক্রটি ও তার পাণ্ডাদের বিষয়ে তথ্য জোগাড়ের কাজ চলছে।

spot_img

Related articles

বিয়ের মরশুমের শুরুতেই সাতপাকে বাঁধা পড়লেন ‘কিশোরী’ গায়িকা অন্তরা

'প্রেমের জোয়ারে দু কূল ভেসেছে' কিন্তু ভালোবাসার তরী ডুবে যায়নি বরং সোজা জুড়ে গেছে আইটি মননে। আসলে প্রেমের...

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...