Sunday, August 24, 2025

Breaking : ১৫ অগাস্টের মধ্যে স্কুলগুলিকে ৮০% বকেয়া ফিজ জমা করতে কোর্টের নির্দেশ

Date:

১৫ অগাস্টের মধ্যে স্কুলগুলিকে ৮০ শতাংশ বকেয়া ফি জমা দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যার জেরে চাপের মুখে পড়লেন অভিভাবকরা। বকেয়া ফি না দিলে অনলাইন ক্লাস বা পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট স্কুল যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সোমবার এই কথা জানিয়েছে হাইকোর্ট।

জুলাই মাসের তৃতীয় সপ্তাহে হাইকোর্ট জানায়, ফি বকেয়া থাকুক বা না থাকুক পড়ুয়াকে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত করা যাবে না। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অভিবাবকরা। তবে সোমবার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ১৫ অগাস্টের ৮০ শতাংশ বকেয়া ফি দিতে হবে স্কুলগুলিকে। একইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মামলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না।

প্রসঙ্গত, গত কয়েক মাসে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের স্কুলগুলিতে ফি মকুবের দাবি নিয়ে সরব হন অভিভাবকরা। আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অভিভাবক। এর আগে শুনানিতে ১৫ অগাস্ট পর্যন্ত স্টে অর্ডার দিয়েছিল আদালত। অভিভাবক ফোরামের পক্ষ থেকে সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “টিউশন ফি বাদে যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে তা মকুব করার আবেদন জানিয়েছিলাম আমরা। আদালতের এই নির্দেশে চাপের মুখে পড়লাম।” এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version