বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি এবং তার মোকাবিলা বিষয়ে পূর্বনির্ধারিত সূচি মেনে মঙ্গলবার 11 টা থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ 10 রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন বৈঠকে। এ দিনের বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রীকে রাখা হয়নি। কারণ কেন্দ্রীয় সূত্রে খবর, দিল্লির পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে।
মূলত মহামারী পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলি কী কী ব্যবস্থা নিয়েছে, আরও কী কী প্রয়োজন, সে বিষয় নিয়ে আলোচনা হবে। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রসঙ্গ আবার উত্থাপন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।