Sunday, August 24, 2025

ছি: লজ্জা! বাবার ৩ কোটি টাকা হাতিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলল তিন ছেলে

Date:

Share post:

বাবা-মায়ের ঋণ কি সত্যিই শোধ করা যায়? যে মা বাবা, আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, বুকে আগলে রেখে কষ্ট করে বড় করেছে, তাঁদেরই বয়স বাড়লে ছুঁড়ে ফেলে দিতে কেন দ্বিধাবোধ করে না সন্তানেরা। একবারও ভেবেছেন? আসলে সন্তানরা মনে করে, বয়স বাড়লে বাবা-মা বোঝা। এমনই এক লজ্জাজনক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। ৭৯ বছরের বাবার থেকে ৩ কোটি টাকার সম্পত্তি লিখিয়ে নিয়ে তিনভাই বাবাকে রাস্তায় বের করে দিয়েছে। কেউ দায়িত্বই নিতে চায়নি বাবার ।
তেলঙ্গানার সিদ্দিপেত জেলার মধিরা গ্রামে হতভাগ্য পিতার নাম পথু মালব্য। তাঁর তিন ছেলে, পথু সুধাকর, পথু জনার্দন, ও পথু রবীন্দ্র। তাঁরা তিন কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে বৃদ্ধ বাবাকে পথে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুধু বাবার সম্পত্তি দখল করেই থামেনি তারা, মায়ের যাবতীয় সোনা-রূপার গয়নাও হাতিয়ে নিয়েছে। বাবাকে একটু জলও খেতে দেয়নি গুণধর ছেলেরা। উল্টে না গিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারা। বাবার সঙ্গে এই নির্মম ব্যবহারের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতে আমল দেয়নি তারা।
মায়ের নামে এখনও ছ’‌একর জমি রয়েছে। তাই মা এখনও আছেন সন্তানদের সঙ্গে । স্থানীয় গ্রামবাসীদের তিন ছেলে হুমকি দিয়ে বলেছে, পুলিশের কাছে অভিযোগ জানালে ফল ভালো হবে না। কারণ, গ্রামের সরপঞ্চ তাদের কাছের লোক।
বুড়ো বাবা গৃহহীন হয়ে খাবারের সন্ধানে গ্রামে যখন অন্য বন্ধুর বাড়ি গিয়েছেন, তখন সেই বন্ধুকেও প্রাণে হুমকি দিয়েছে ছেলেরা। যাতে বাবা খেতে না পায়। এরপরেই পুলিশের নজরে আসে পুরো বিষয়টি। ৭৯ বছরের সুধাকরকে স্থানীয় একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিন ‘‌গুণধর’ ছেলেকে।
একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৪২০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশের মন্তব্য, ছেলেরা একেবারে হৃদয়হীন। বারবার প্রতিবেশী, পুলিশ বলার পরেও তারা মানেনি। কিন্তু বাবা এখনও ছেলেদের জন্য সদয়। তিনি বলছেন, ছেলেদের ক্ষমা করে দিতে।

spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...