বিখ্যাত উর্দু কবি রাহাৎ ইন্দোরি কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মধ্যপ্রদেশের ইন্দোরের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবারই প্রয়াত হলেন বিশিষ্ট কবি।